শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

টুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন আ’লীগের টুটুল

গোপালগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনের মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল।

আজ রবিবার (০৩ জানুয়ারী) সকালে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন আফিসার ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রিটানিং অফিসার ও জেলা নির্বাচন আফিসার জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল। কিন্তু আর কোন প্রার্থী মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

তিনি আরো জানান, এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। মেয়র পদে বাদে শুধু মাত্র কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন