শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গোপালগঞ্জে ট্রেন লাইন থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রেন লাইন থেকে অন্তরা খানম(১৩)নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত অন্তরা খানম সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রাম এলাকার নাসির ফকিরের মেয়ে। সে মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী।

নিহতের পিতা নাসির ফকির বলেছেন, তার মেয়ে অন্তরা রাত সাড়ে ৭ টার দিকে পুরাতন বাড়ীতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। রাতে ফিরে না আসায় পুরাতন বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৮ টার দিকে নলডাঙ্গা এলাকায় রেল লাইনের উপর তার লাশ পাওয়া যায়। তিনি আরো জানান, তার মেয়েকে হত্যা করে ট্রেন লাইনের উপর ফেলে রাখা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়রা নলডাঙ্গা এলাকায় রেল লাইনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই স্কুল ছাত্রী আতœহত্যা করছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন