শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গোপালগঞ্জে বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

গোপালগঞ্জ প্রতিনিধি

বছরের প্রথম দিনে গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে এবং হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে একযোগে জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়ের ও ২৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ শুরু হয়।

বই উৎসব উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের বিণাপাণি সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল বিদ্যালয়ে নতুন বেছরের প্রথম দিন নতুন বই বিতরন শুরু করা হয়।

এবছর জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৭ লক্ষ ৫১হাজার ৪৫টি এবং ২৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার জন্য ১৯ লক্ষ নতুন বই বিতরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন