শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মুকসুদপুরে পিকআপের ধাক্কায় কৃষক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার(৫৫)নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার তালবাড়ি নামক স্থানে জমি থেকে ধানের চারা(পাতো) নিয়ে রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মহানন্দ হালদার উপজেলার বানিয়ারচর গ্রামের মৃতঃ নরেশ হালদারের ছেলে । সিন্দিয়াঘাট ফাঁড়ির এস.আই নব কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,দ্রুতগামী পিকআপ পালিয়ে যেতে সক্ষম হয়েছে, নিহতের লাশ মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন