শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কোটালীপাড়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং গৃহবধূদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কোটালীপাড়া কান্দি ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানে আয়োজন করে।

আজ মঙ্গলবার বিকেলে কোটালীপাড়া কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল ও ৩৯ জন গৃহবধূর মাঝে সেলাই মেশিন এবং হ্যান্ড স্যানিটাইজার ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ইলিয়াছুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন