শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

গেজেট ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নারীসহ দু’জন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন