সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারত আমাদের অকৃত্রিম বন্ধু: প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

ভারতকে অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নরেন্দ্র মোদির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বিজয়ের মাসে আপনার সঙ্গে বৈঠক করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

শেখ হাসিনা বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর যেসব সদস্য জীবন দান করেছেন, শহীদ হয়েছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন