রবিবার । ২৫শে জানুয়ারি, ২০২৬ । ১১ই মাঘ, ১৪৩২

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

গেজেট প্রতিবেদন

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। রবিবার (২৫ জানুয়ারি) পিএসসির পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি এমসিকিউ টাইপের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

এদিকে জানা গেছে, ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ যেকোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন