কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে আব্দুর রহিম নামে এক স্থানীয় বাসিন্দার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘বিকাশ মোড়’ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম ক্যাম্প সংলগ্ন স্থানীয় এলাকার বাসিন্দা। তার শরীরে গুলি এবং ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতের স্ত্রী সারা খাতুন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রহিম। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে রহিমের মরদেহ পড়ে আছে। তবে কোন বন্ধু তাকে ডেকে নিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।
ঘটনার পর এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা মরদেহটি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
খুলনা গেজেট/এনএম
