বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

নির্বাচন শান্তিপূর্ণ করতে বিজিবিকে প্রস্তুতি নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

গেজেট প্রতিবেদন

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। একইসঙ্গে বিজিবিও প্রস্তুত রয়েছে। নির্বাচনে সারাদেশে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে বিজিবি সদর দপ্তরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কঠোর নজরদারি চলছে। কোথাও কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। দেশের ভেতরে অপরাধ করে যেন কেউ সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা ও কঠোর নজরদারি রাখা হয়েছে।

তিনি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে কঠোর ও কৌশলী হওয়ার পরামর্শ দেন তিনি।

বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বিজিবি সদস্যদের অপরিসীম সাহস ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একইসঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের, যাদের আত্মদানে শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথ উন্মোচিত হয়েছে। তিনি আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতিও সমবেদনা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি সুদীর্ঘ ও গৌরবময় ঐতিহ্যের বাহিনী। একটি ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছে। বিজিবির উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে বিজিবি সদস্যদের কৌশলী ও পেশাদার আচরণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে—এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন