শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৬, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৬ জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চর শুকতাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইয়ারগানের গুলিবিদ্ধরা হলেন— নয়ন শেখ (২৫), রায়হান সিকদার (৩৫), পারভেজ মোল্লা (৪৫), রুবেল মোল্লা (২৫), আনোয়ার শেখ (২২) ও মেহেদী হাসান (২৪)। গুরুতর আহত ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাবুল মোল্লার লোকজনের সঙ্গে পারভেজ মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহম্মদ মোল্লা (৫২) ও হাফিজ মোল্লা (৫০) আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে শুক্রবার সকালে চর শুকতাইল গ্রামে আবারও সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষে ৬ জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, আমি সকালে ১০ জনের চিকিৎসা দিয়েছি। কয়েকজনের শরীর থেকে এয়ারগানের গুলি বের করতে পেরেছি; বাকিদের এখনো বের করা সম্ভব হয়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ অভিযোগ দায়ের করেননি; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন