গোপালগঞ্জে মুকসুদপুরে নিজ গাছের ডাব চুরি করতে দেখে ফেলায় চোরদের মারধরের শিকার হয়ে গাছের মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ডাব চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোয়াজ্জেম শিকদার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে মৃতঃ আফসার শিকদারের ছেলে। আর এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (২০) ও তারা মিয়ার ছেলে মুন্না মিয়া (২৩)।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম জানান, রাতে দিগনগর গ্রামের মোয়াজ্জেম শিকদারের বাড়িতে মো: মুন্না ফকির ও মোঃ হাসিব ফকির নামে দুই যুবক ডাব চুরি করতে যায়। ডাব চুরির সময় টের পেয়ে দুই ডাব চোরকে ধরে ফেলেন তিনি। এসময় চোরেরা নিজেদেরকে ছাড়িয়ে নিতে গাছের মালিক মোয়াজ্জেম শিকদারকে কিল ঘুষি মারে এবং এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোয়াজ্জেম শিকদারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দুই ডাব চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম

