বুধবার । ২৬শে নভেম্বর, ২০২৫ । ১১ই অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় আরাফাত খান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ–কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়া বাসস্ট্যান্ডে এবং ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত শিশু আরাফাত খান গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের রফিক খানের ছেলে।

আহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের হাসিবুল মোল্লার ছেলে সাজেদুল মোল্লা (১৬), মোশারেফ ভূঁইয়ার ছেলে আশিক ভূঁইয়া (১৬) এবং সোনা মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (১৮)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজুলিয়া বাসস্ট্যান্ড থেকে আশুতিয়া যাওয়ার জন্য সড়কের পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশু আরাফাত। এ সময় কোটালীপাড়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়ভাবে চিকিৎসার পর গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় কাশিয়ানীগামী একটি মোটরসাইকেলকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী- সাজেদুল, আশিক ও রিয়াজ মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সাজেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন