রবিবার । ২৩শে নভেম্বর, ২০২৫ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩২

এভিডেন্স এসেছে, শত শত মানুষকে গুম-খুন করেছেন জিয়াউল : চিফ প্রসিকিউটর

গেজেট প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে আমাদের কাছে এভিডেন্স এসেছে শত শত মানুষকে গুম ও হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শত শত মানুষের পেট কেটে নদী-নালা, খালে-বিলে লাশ ফেলে দিয়েছে জিয়াউল। এসব ঘটনার শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে কাছে। এ ধরনের একটা দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে এটাই স্বাভাবিক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন