শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

এবার রাজধানীতে সড়ক আটকে নার্সদের সমাবেশ

গেজেট প্রতিবেদন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে এ সমাবেশ করেন তারা।

এর ফলে পল্টন মোড় থেকে কদম ফোয়ারামুখী সড়ক বন্ধ হয়ে যায়। এরপর যানবাহনগুলোকে ডাইভারশন করে বিজয় নগর কাকরাইল সড়কের দিকে দেয়া হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারিরা।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তা পদায়ন করা হোক।

আন্দোলনকারীরা আরো জানান, ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও নার্সিং সেবা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডার থেকে মহাপরিচালক ও পরিচালক নিয়োগ হওয়ার পর থেকে নার্সরা বদলি, পদোন্নতি, নার্স নিয়োগ ও উচ্চ শিক্ষা গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে হয়রানির শিকার হয়ে আসছেন।

এর আগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে সড়ক অবরোধ বিভিন্ন দল সংগঠন সমাবেশ করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন