আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারকে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল আদালত-১ এর বিচারক নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাকে পুলিশের কড়া নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।
এর আগে ভোরে মাদারীপুর থেকে আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি জেলা ডিবি কার্যালয়ে গোয়েন্দা হেফাজতে ছিলেন।
অপরদিকে, এ ঘটনায় দুপুরের দিকে আদালত চত্বরে তার শাস্তির দাবিতে মানববন্ধন করে জেলার আলেম ওলামা পরিষদসহ তৌহীদি জনতা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, বাউল শিল্পী আবুল সরকারের (ছোট আবুল সরকার) একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মানববন্ধনে মুফতি আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি (১ নভেম্বর) মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে তিনি কটূক্তি করেন। আমরা জেনেছি ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে হেফাজত ইসলামের জেলা আমির মুফতি শাহ সাইদ নূরের সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, মুফতি মুজিবুর রহমান, মুফতি ইলিয়াস আহমদ, মুফতি আব্দুল করিম কাসেমী প্রমুখ বক্তব্য রাখেন।
খুলনা গেজেট/এএজে

