গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যপদসহ আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। সোমবার (১৭ নভেম্বর) কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সংবাদ সম্মেলনে তয়েব আলী শেখ বলেন, “দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর টুঙ্গিপাড়া উপজেলায় এ নিয়ে মোট ছয়জন আওয়ামী লীগ নেতা সকল পদ থেকে পদত্যাগ করলেন।
খুলনা গেজেট/এএজে

