গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাল দখল করে প্রভাবশালীর পোল্ট্রি ফার্ম নির্মাণের ফলে জন দুর্ভোগ সৃষ্টি স্বাস্থ্য ঝুঁকিতে তিন গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ। প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পায়নি ওই সব গ্রামের ভুক্তভোগী মানুষ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের অসীম সরকারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।
ওই ইউনিয়নের ঘৃতকান্দি, রামদিয়া পূর্বপাড়া ও উত্তরপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকের সাথে কথা বলে জানা যায়, অসীম সরকার রামদিয়া-রাজপাট খালের ঘৃতকান্দি সরকার বাড়ির সামনে খালের উপর পোল্ট্রি ফার্ম নির্মাণ করে ব্যাবসা করছেন। ওই ফার্মের মুরগীর বিষ্ঠাসহ বিভিন্ন প্রকার বর্জ্য খালের পানিতে পড়ে পানি দূষিত হচ্ছে। এতে ডায়রিয়া, চর্মরোগ, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন রকমের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়োজ্যেষ্ঠরা।
এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি।
গত বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার বেথুড়িয়া ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, সরকার বাড়ির সামনে খালের মধ্যে বাঁশ ও টিন দিয়ে বৃহৎ আকারের দু’টি পোল্টি সেড নির্মাণ করা হয়েছে। পাশেই একটি কাঠের সাকো। তার নিচে জাল ফেলে মাছ ধরছেন ওই এলাকার জেলে। পাশে কয়েকজন শিশু গোসল করছে। পোল্ট্রি ফার্ম থেকে পানিতে ভেসে ময়লা যাচ্ছে। ওই খালের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
ওই গ্রামের সুব্রত বাইন অভিযোগ করে বলেন, রামদিয়া রাজপাট খালে পানি দৈনন্দিন গৃহস্থলির কাজসহ গোসল ও গবাদি পশুর কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এই গ্রামের অসীম সরকার আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে সরকারি খাল দখল করে পোল্ট্রি ফার্ম গড়ে তোলে। এলাকাবাসী এক হয়ে তাকে বলার পরেও কর্ণপাত করেনি। পরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের আশ্বাস দিলেও কোনো কাজ করেনি।
এ বিষয়ে জানতে অসীম সরকারের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, কথা হয় তার ভাই ইউপি সদস্য অসিত সরকার সাথে। তিনি জনভোগান্তির কথা স্বীকার করে বলেন, পোল্ট্রি ফার্মে খালের পানি দূষিত হয় বা হচ্ছে এটা সত্যি কথা। ওখানে আমাদের নিজস্ব জায়গা রয়েছে। আমার ভাইয়া এখন এই মুহূর্তে বাড়িতে নেই। সে একটি মামলায় আসামি হওয়ায় পলাতক রয়েছে বাড়িতে আসলে তাকে বিষয়টি বলবো।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, সম্প্রতি আমি যোগদান করেছি। আমি আসার পরে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এনএম

