প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থাসহ ৫ দফা দাবিতে রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শাহবাগে আটকে দেয় পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে কাফনের কাপড় মাথায় বেধে রওনা দেন তারা। দাবি তোলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতার কথাও বলেন তারা।
এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিও করেন এবং দাবি আদায় না করে সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
