বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন গৌরনদীর ১১ যুবক

গৌরনদী প্রতিনিধি

দীর্ঘ দেড় মাস পর লিবিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ১১ যুবক। তারা অবৈধভাবে সাগরপথে ইতালি যাওয়ার পথে দালালচক্রের হাতে আটক হয়ে লিবিয়ার বন্দিশিবিরে ছিলেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে তাদের মুক্তির খবর দেশে পৌঁছালে স্বজনদের মধ্যে ফিরে আসে স্বস্তি ও আনন্দের পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাসে গৌরনদী উপজেলার বার্থী ও খাঞ্জাপুরসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক যুবক দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে অন্তত ৩৮ জন গৌরনদী উপজেলার বাসিন্দা। ইউরোপে পাড়ি জমানোর আশায় প্রত্যেকে দালালচক্রের হাতে গড়ে ১৫ লাখ টাকা করে প্রদান করেন। কেউ সহায়-সম্বল বিক্রি করে, কেউ আবার ধারদেনা করে এই অর্থ জোগাড় করেন। কিন্তু দালালদের প্রতারণায় তারা বন্দি হয়ে পড়েন লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গৌরনদীর বিভিন্ন গ্রামে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছিল। এখন বার্থীর ১১ যুবকের মুক্তির খবরে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও অনেক পরিবার তাদের প্রিয়জনের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত অবশিষ্ট আটক যুবকদের উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার জন্য।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন