বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

ত্রিপুরায় ৩ বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা

গেজেট প্রতিবেদন

গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় একদল জনতার দ্বারা তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে, এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার পাশাপাশি এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার জোর দিয়ে বলছে যে, জাতীয়তা নির্বিশেষে মানুষ সীমান্তের যে প্রান্তে থাকুক না কেন তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন