বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

রাকসুতে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ

গেজেট প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। ভোটগ্রহণে গড় উপস্থিতি ছিল ৬৯ দশমিক ৮৩ শতাংশ।

নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. সেতাউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে সৈয়দ আমের আলী হলে। সেখানে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এ হলে ভোটার ১২৩৩, ভোট পড়েছে ৯৫৯। আর সর্বনিম্ন ৫৯ দশমিক ৬০ শতাংশ ভোট পড়েছে ছাত্রীদের রোকেয়া হলে। এই হলে ভোটার ২১৭৩, ভোট পড়েছে ১২৯৫।

এদিকে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, এটা শিক্ষার্থীদের নির্বাচন। তাদের ভাষ্যমতে একটি অসাধারণ নির্বাচন হয়েছে। সব শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষক কমিটি আমাদের জানিয়েছে, এই নির্বাচন ছিল তাদের দেখা শ্রেষ্ঠ নির্বাচন।

নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, রাকসুতে ভোট উৎসব হয়েছে। ছোটখাট কিছু ত্রুটি ছাড়া কোনও অনিয়ম হয়নি। জিয়াউর রহমান হলে এক ঘণ্টা ভোট বন্ধ রেখে ছাত্রদল কারচুপির যে অভিযোগ করেছে তা সত্য নয়। ভেতরের কক্ষ ছোট ছিল। এ কারণে ভোটগ্রহণ বিলম্ব হওয়ায় বাহিরে লম্বা লাইন হয়। ভোট চুরির কোনও ঘটনা ঘটেনি। সেসময় একজন প্রিসাইডিং অফিসার নামাজ পড়ার জন্য কিছু ব্যালটে স্বাক্ষর করে পাশের জনের কাছে রেখেছিলেন। এটা তারা বুঝতে না পেরে অভিযোগ করেছে। এটা তেমন কোনও ঘটনা নয়। দীর্ঘদিন পর ভোট উৎসব হয়েছে।

শাহ মখদুম হলে ৭৭ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে। এই হলে ভোটার ১৪০৯, ভোট পড়েছে ১০৯৫ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭ দশমিক ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন। এই হলে ভোটার ১৮৬২, ভোট পড়েছে ১৪৪৫। শেরে বাঙলা ফজলুল হক হলে ভোট পড়েছে ৭৩ দশমিক ৯২ শতাংশ। ভোটার ৯৯৪, ভোট পড়েছে ৭৩৪। নওয়াব আবদুল লতিফ হলে ভোট পড়েছে ৬৯ দশমিক ৭৮ শতাংশ, ভোটার সংখ্যা ১১৩০, ভোট পড়েছে ৭৭০। শহীদ শামসুজ্জোহা হলে ভোট পড়েছে ৭৬ দশমিক ৫৩ শতাংশ, ভোটার সংখ্যা ১৩০৪, ভোট পড়েছে ৯৯২। শহীদ হাবিবুর রহমান হলে ভোট পড়েছে ৭১ দশমিক ৫৫ শতাংশ, ভোটার সংখ্যা ২৪৪৬, ভোট পড়েছে ১৭৫০।

মাদারবক্স হলে ভোট পড়েছে ৭১ দশমিক ২৫ শতাংশ, ভোটার ১৮৭৮, ভোট পড়েছে ১৩৩৪। মতিহার হলে ভোট পড়েছে ৭৩ দশমিক ২২ শতাংশ, ভোটার ১৮৭৮, ভোট পড়েছে ১৩৭০। শহীদ জিয়াউর রহমান হলে ৭১ দশমিক ৬৮ শতাংশ, ভোটার ১৯৬৩, ভোট পড়েছে ১৪০৭। জুলাই ২৪ হলে ভোট পড়েছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ, এই হলে ভোটার ১৫৩৪, ভোট পড়েছে ১১২৯।

এছাড়া ছাত্রীদের রহামাতুন্নেছা হলে ভোট পড়েছে ৬০ দশমিক ৭০ শতাংশ, এখানে ভোটার ১৭৬৬, ভোট পড়েছে ১০৭২। বেগম খালেদা জিয়া হলে ৬১ দশমিক ৪৯ শতাংশ ভোটার অংশ নিয়েছেন, ভোটার ১২৭৫, ভোট পড়েছে ৭৮৪। মুন্নুজান হলে ভোট পড়েছে ৬৭ দশমিক ১১ শতাংশ, ভোটার ২৩৮১, ভোট পড়েছে ১৫৯৮। তাপসী রাবেয়া হলে ভোট পড়েছে ৬৩ দশমিক ৬৬ শতাংশ, ভোটার ১২৪১, ভোট পড়েছে ৭৯১। জুলাই ৩৬ হলে ভোট পড়েছে ৬৬ দশমিক ৮৭ শতাংশ, ভোটার ২৪৭২, ভোট পড়েছে ১৬৫৩।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন