চাকসুতে পাঁচটি কেন্দ্রে ২৭ হাজার ৫১৬ জনের মধ্যে ১৭ হাজার ৭১৭ জন ভোট প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৬৫ শতাংশ। রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আইটি কেন্দ্রে ৪০৩৬ এর মধ্যে ২৯০৮, সায়েন্স কেন্দ্রে ৪৫৫৮ এর মধ্যে ৩০৯৯, বিবিএ কেন্দ্রে ৭০৬৮ এর মধ্যে ৪২৭৯, সোশ্যাল সায়েন্স কেন্দ্রে ৬৬০৪ এর মধ্যে ৩৭৭৩ জন এবং কলা কেন্দ্রে ৫২৬৩ এর মধ্যে ৩৬১৯ জন ভোট দিয়েছেন। এছাড়া চাকসু ভবনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কেন্দ্রে ৭৮ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দিয়েছেন।
এর আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, নির্বাচনে মোট ভোট পড়েছে ৬০ শতাংশ।
এদিকে শিল্পী রশিদ হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ছাত্রশিবির–সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রদল–মনোনীত প্যানেল।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই হোস্টেলে মোট ভোটার ছিলেন ১৫৬ জন, এর মধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়েছে। ফলাফলে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট এবং সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।
জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪ ভোট এবং সুদর্শন চাকমা ২৯ ভোট পান। এজিএস পদে ছাত্রদলের তৌফিক পেয়েছেন সর্বাধিক ৩৮ ভোট, আর সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ ভোট।
খুলনা গেজেট/এমএম

