চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বারবার এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ায় ফলাফল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাজ্জাদ হোসেন বলেন, আমরা আশা করেছিলাম চাকসু নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে, ডাকসু ও জাকসু নির্বাচনে যে সকল অনিয়ম ও কারচুপি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে একটি অনন্য নির্বাচন উপহার দেবেন। কিন্তু আমরা দেখলাম, প্রতিটি পদে পদে অনিয়ম হয়েছে আর প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, আমরা দাবি জানিয়েছিলাম, যে অমোচনীয় কালি ব্যবহার করতে হবে, কিন্তু আমরা দেখলাম ব্যবহৃত কালিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছে। এরপর নির্বাচন কমিশনে যখন অভিযোগ দেই, তখন তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন তারা অমোচনীয় কালি দিতে পারবেন না।
অভিযোগ করে ছাত্রদলের এই ভিপি প্রার্থী বলেন, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল নির্বাচন স্বচ্ছ করতে সার্বক্ষণিক এলইডি স্ক্রিন চালু থাকবে। কিন্তু আমরা দেখলাম কেন্দ্রগুলোতে বার বার এলইডি স্ক্রিন বন্ধ করছে। আধাঘণ্টা থাকছে তো এক ঘণ্টা থাকছে না।
খুলনা গেজেট/এমআর

