গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হফবজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু হফবজ মাতুব্বর মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।
ওসি মো: কামাল হোসেন জানান, শিশু হাফবজ কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরে নামলে সাঁতার না জানায় ডুবে যায়।
পরে অন্য শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে হাফবজকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খুলনা গেজেট/এনএম