গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে ফারদিন হোসেন (৯) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু ফারদিন কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশু ফারদিন নিজ ঘরে অবস্থান করছিলো। এসময় তাকে ঘরে না দেখে সবাই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।
পরে বাড়ির পাশের পুকুরে ফারদিনকে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/এমআর