আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আয়োজন করছিলেন তিনি। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে কোনো মামলা বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কি না তা যাচাই করছে পুলিশ।
খুলনা গেজেট/এনএম