বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নিহার বাড়ৈ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কাফুলাবড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু নিহার বাড়ৈ উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কাফুলাবড়ী গ্রামের সুখদেব বাড়ৈর ছেলে।

ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, কাফুলাবড়ী গ্রামের সুখদেব বাড়ৈর ৩ বছরের শিশু সন্তান নিহার বাড়ৈ বাড়ির উঠানে খেলছিল। এসময় সে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বিভিন্ন স্থান খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু নিহারকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন