গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, রাতে ওই বৃদ্ধা শিবপুর এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মার্গে প্রেরণ করে।
নিহত ওই বৃদ্ধার নাম পরিচয় নিশ্চিত করতে পারিনি পুলিশ।
খুলনা গেজেট/এএজে