সালিশ বৈঠক নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সালিশ বৈঠককে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদারপাড়া গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য রয়েছেন। তাদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে দুই গ্রামের ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য রোববার সন্ধ্যায় সালিশ বৈঠকের আয়োজন করা হলে সেখানে সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায় এক পক্ষ। এ সময় উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি জাহিদুল ইসলাম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন