জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে শীর্ষ চারটি পদের মধ্যে ভিপিতে স্বতন্ত্র প্রার্থী এবং বাকী তিনটিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছেন। জাকসু নির্বাচনের বিকালে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার।
এতে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু।
এদিকে একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী ও এজিএস (পুরুষ) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস হাসান।
এছাড়া দুটি পদে এগিয়ে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম। আর ক্রিড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ এগিয়ে আছেন।
বাগছাস সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে আহসান লাবীব ও কার্যকরী সদস্যপদে ছেলেদের জন্য নির্ধারিত তিনটি পদের একটিতে মোহাম্মদ আলী চিশতি এগিয়ে আছেন।
জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। শনিবার দুপুরে ভোটে কারচুপির অভিযোগ বিষয়ে এক সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
রোববার জাবির ক্লাস-পরীক্ষা বন্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ক্লাস ও পরীক্ষা আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ খোলা থাকবে এবং সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্ব-স্ব অফিসে উপস্থিত থাকবেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোটগ্রহণ প্রস্তুতি, ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন। এর ফলে অনেকেই শারীরিক ও মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামীকাল ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত থাকবে। তবে ভর্তি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সংশ্লিষ্ট অফিসসমূহ খোলা থাকবে।
খুলনা গেজেট/এমএম