ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১২

গেজেট প্রতিবেদন

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার বাস দুটিকে জব্দ করেছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ওসি মেহেদী মাসুদ জানান, ঘটনাস্থলের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যানচলাচল করছে। এ সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী আয়ান রায়ান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বতর্মানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ভালুকা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন