শিবিরের বিরুদ্ধে প্রশাসন ‘কারচুপি’ প্রমাণ পেয়েছে: আবিদ

গেজেট প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেছেন, আমরা মিডিয়া দেখেছি, শিবিরের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে। এটা এইমাত্র দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা যারা বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই মেনে না। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি এ অভিযোগ করেন।

আবিদ বলেন, আমরা একুশে হল এবং রোকেয়া হলে দেখেছি পূরণকৃত ব্যালট দেয়া হয়েছে। আমি রোকেয়া হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি। অমর ২১ হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি। সুতরাং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম সেই আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নাকচ আবিদুলেরআচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নাকচ আবিদুলের তিনি বলেন, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই। কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না। গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলা এবং অপচেষ্টা চলমান চলছে চারদিকে।

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যুডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
অনাবাসিক শিক্ষার্থীদের ভোট প্রদানের আহ্বান জানিয়ে আবিদ বলেন, অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে না করে এখনো বাসায় আছেন, আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন।

তিনি আরো বলেন, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলার বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন