ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৭১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ১১টি প্যানেলে তারা নির্বাচনে লড়ছেন। এর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস, ইসলামি ছাত্র আন্দোলন ও বাম জোট পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমাসহ অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আংশিক প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
১. ছাত্রদলের ‘আবিদ-হামিম-মায়েদ’ পরিষদ : এই প্যানেলের ভিপি পদে লড়বেন মোঃ আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম, এজিএস পদে লড়েবেন তানভীর আলহাদী মায়েদ।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক শূন্য রাখা হয়েছে (আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন জানাতে)।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমনরুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক পদে মেহেদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হায়াত মোঃ জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক পদে চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহণ সম্পাদক পদে সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে লড়বেন মেহেদী হাসান মুন্না।
সদস্য পদ- জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, নিত্যানন্দ পাল।
২. ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ : এই প্যানেলর ভিপি পদে লড়বেন সাদিক কায়েম (শিবির কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সাবেক ঢাবি সভাপতি), জিএস পদে এস এম ফরহাদ (ঢাবি শাখা সভাপতি), এজিএস পদে লড়বেন মহিউদ্দিন খান (ঢাবি শাখার সাধারণ সম্পাদক)।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির (বর্তমান ঢাবি শিবিরের অর্থ সম্পাদক), ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান (ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া।
এছাড়া সদস্য পদে- সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, তাজিনুর রহমান, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন, আনাস বিন মনির।
৩. গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ : ভিপি পদে লড়বেন আবদুল কাদের, জিএস পদের প্রার্থী আবু বকর মজুমদার, এজিএস পদের প্রার্থী আশরেফা খাতুন।
এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোঃ হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, ছাত্র পরিবহণ সম্পাদক পদে লড়বেন মোঃ ঈসমাইল হোসেন রুদ্র।
সদস্য পদে- মোঃ মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মোঃ আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান, ফেরদৌস আলম।
৪. ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা-সাদী নেতৃত্বাধীন) : ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা, জিএস পদে আল সাদী ভুঁইয়া, এজিএস পদে জাহেদ আহমদ।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম (বিধান), আন্তর্জাতিক সম্পাদক পদে নাফিজ বাশার আলিফ, কমনরুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে সুর্মী চাকমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহণ সম্পাদক পদে মোঃ রাফিজ খান, সমাজসেবা সম্পাদক পদে তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম, মানবাধিকার ও আইন সম্পাদক পদে নুসরাত জাহান নিসু।
সদস্য পদে- নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মোঃ শাকিল, মোঃ হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়–য়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মোঃ মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মোঃ সজিব হোসেন, সাদেকুর রহমান সানি।
৫. বামজোটের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ : ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু (ডাকসু ফর চেঞ্জ), এজিএস পদে জাবির আহমেদ জুবেল।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোজাম্মেল হক, কমনরুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে নূজিয়া হাসিন (রাশা), মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ, ছাত্র পরিবহণ সম্পাদক পদে নিনাদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে নাঈম উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারিয়া মতিন (ইলা), ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনুভা সৃষ্টি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আমানত ইমরান।
সদস্য পদে- তফসিরুল্লাহ (গণযোগাযোগ ও সাংবাদিকতা), রাজেকুজ্জামান জুয়েল (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি), ওয়াকার রহমান সৌরভ (পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ), মোহাম্মদ মুস্তাকিম (অর্থনীতি), মিশকাতুল মাশিয়াত তানিশা (ডিজাস্টার ম্যানেজমেন্ট), আতিকা আনজুম অর্থী (কারুশিল্প), পৃথিং মারমা (অপরাধ বিজ্ঞান), ইসরাত জাহান ইমু (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), আনিয়া ফাহমিন (নৃবিজ্ঞান), রাহনুমা আহমেদ নিরেট (পদার্থবিজ্ঞান), সাজিদ উল ইসলাম (প্রাচ্যকলা), হেমা চাকমা (স্বাস্থ্য ও অর্থনীতি), আলমগীর হোসেন (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা)।
৬. ইসলামি ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ : ভিপি পদে লড়বেন ইয়াসিন আরাফাত (ঢাবি শাখার সাবেক সভাপতি), জিএস পদে খায়রুল আহসান মারজান (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল), এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন (ঢাবি শাখার সেক্রেটারি), মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আবু বকর সিদ্দিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে লড়বেন জুয়াইরিয়া আখতার তামান্না।
এছাড়া কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে জাকিয়া আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ নাজমুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, ছাত্র পরিবহণ সম্পাদক পদে মোঃ ইমরান মিয়া, সমাজসেবা সম্পাদক পদে শাহরিয়ার আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মনসুরুল হক শান্ত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মুঈনুল ইসলাম, মানবাধিকার ও আইন সম্পাদক পদে লড়বেন শাহরিয়ার জাবির।
সদস্য পদে- ফারুক হাওলাদার, মোসাঃ হাবিবা, ইলিয়াস তালুকদার, নূরুল জান্নাত মান্না, ইকরামুল কবির, মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম, এরফান মোহাম্মদ, রিয়াদ হোসাইন, রেজাউল করিম, মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ, ইসমাইল হোসেন, সাদমান সাকিব, আজিজুল হাসান।
৭. ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ (জামালুদ্দীন খালিদ-মাহিন সরকার নেতৃত্বাধীন) : ভিপি পদে লড়বেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ (স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ), জিএস পদে মোঃ আবু সায়াদ বিন মাহিন সরকার, এজিএস পদে ফাতেহা শারমিন এ্যানি। অবশ্য মাহিন সরকার আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে ফারজানা আক্তার মিতু, আন্তর্জাতিক সম্পাদক পদে ইমরান মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহতাসিন বিল্লাহ ইমন, ক্রীড়া সম্পাদক পদে মুহাইমেনুল ইসলাম তকি, ছাত্র পরিবহণ সম্পাদক পদে রাশেদ খান আদিব, সমাজসেবা সম্পাদক পদে ফাইজুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মেহেরিন আফরোজ মাইশা।
সদস্য পদে- গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মোঃ আব্দুল বাছিত, মোঃ মোফাজ্জল হোসেন, মনির হোসেন, আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মোঃ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঞাঁ, আকাশ শাহ, ইসমাইল হোসেন, মাসুম বিল্লাহ।
৮. ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ : ভিপি পদে লড়বেন বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন, এজিএস পদে রাকিবুল ইসলাম। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ শাকিব খান সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুখতার হোসেন, মুক্তিযুদ্ধ সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন, মানবাধিকার সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লড়বেন রজব সালার খান শাওন।
সদস্য পদে- রাহাত, রেজুয়ান, মোহাম্মদ মোহিউদ্দিন আহমেদ, কৌশিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হোসেন, এইচ এম মাহতাব ইসলাম।
৯. জুবায়ের-মুসাদ্দিকের স্বতন্ত্র আংশিক প্যানেল : এই প্যানেলে সমাজসেবা সম্পাদক পদে লড়বেন এবি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে লড়বেন মুসাদ্দিক আলী ইবনে মুহম্মদ। সদস্য পদে- আশিক খান ও আব্দুর রহমান।
১০. ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ প্যানেল : এই প্যানেলে ভিপি পদে লড়বেন জান্নাতি বুলবুল (সংস্কৃত বিভাগের শিক্ষার্থী), জিএস পদে মাহমুদুল হাসান (মার্কেটিং বিভাগ) এবং কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তালহা নেগাবান (আরবি সাহিত্য বিভাগ)।
১১. ‘অপারেজয়-৭১, অদম্য-২৪’ প্যানেল : এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন নাইম হাসান হৃদয় (যোগাযোগ বৈকল্য বিভাগ), জিএস পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয় এবং এজিএস পদে লড়বেন দর্শন বিভাগের আদিত্যি ইসলাম।
খুলনা গেজেট/এনএম