‘নুরাল পাগলা’র দরবারে পু‌লিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

গেজেট প্রতিবেদন

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগ‌লার’ দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় পাঁচজন‌কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া এলাকায় নুরাল পাগলার দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে। এরপর এদিন রাতে ‘নুরাল পাগলার’ দরবারে ভাঙচুর-অগ্নিসংযোগের সময় পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত সা‌ড়ে তিন হাজার জন‌কে আ‌সা‌মি ক‌রে মামলা করে পুলিশ।

নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন। এছাড়া নুরাল পাগলার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় ইউএনও’র গাড়ি ও পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে দরবারের এক অনুসারী নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। জুমার নামাজের পর এসব হামলার ঘটনা ঘটে।

সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটি থেকে কিছুটা ওপরে দাফন করে সেখানে কাবা শরীফের আদল দেয়া হয়। এ নিয়ে ইমান-আকিদা রক্ষা কমিটি নামে একটি সংগঠনের মধ্যে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন