গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পুকুরের পানি ডুবে রাইয়ান শেখ নামের তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাইয়ান শেখ গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় উত্তরপাড়া গ্রামের ইখলাছ শেখের ছেলে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: বিচিত্র কুমার বিশ্বাস বলেন, শিশু রাইয়ান শেখ বাড়িতে খেলতে ছিল। এসময সে খেলার ছলে বাসার পাশে মাদ্রাসার পুকুরে পড়ে গেলে পানিতে পড়ে যায়। পরে খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে স্থানীয়রা পুকুর থেকে রাইয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন