গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে হৃদয় শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হৃদয় শেখ উরফি ইউনিয়নের মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে। সে দীর্ঘদিন গাছী হিনাবে কাজ করে আসছিলেন।

উরফি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য বশার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ওই গ্রামের বাড়ির পাশের একটি নারিকেল গাছ পরিষ্কার করছিল গাছি হৃদয় শেখ। এ সময় নারকেলের ডগা (পাতা) কাটলে তা বিদ্যুতের
তারে পড়ে বিদ্যুতায়িত হলে হৃদয় নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তিনি বেঁচে নেই।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় যুবক হৃদয় শেখকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন