গোপালগঞ্জে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে হৃদয় শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক হৃদয় শেখ উরফি ইউনিয়নের মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে। সে দীর্ঘদিন গাছী হিনাবে কাজ করে আসছিলেন।
উরফি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য বশার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ওই গ্রামের বাড়ির পাশের একটি নারিকেল গাছ পরিষ্কার করছিল গাছি হৃদয় শেখ। এ সময় নারকেলের ডগা (পাতা) কাটলে তা বিদ্যুতের
তারে পড়ে বিদ্যুতায়িত হলে হৃদয় নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তিনি বেঁচে নেই।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় যুবক হৃদয় শেখকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/এএজে