বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

স্বামীর শোকে চলে গেলেন স্ত্রীও

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পর স্ট্রোকে মারা গেলেন স্ত্রীও। পরদিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি ছায়দুল হক (৫৯) ও তার স্ত্রী বিবি মরিয়ম (৫৫) স্থানীয় আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তারা ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ছায়দুল হককে স্থানীয় কানকিরহাট বাজারের চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর মাত্র কয়েক মিনিট পর অটোরিকশায় ফেরার সময় রাস্তার ওপর স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারান বিবি মরিয়ম। চিকিৎসকের কাছে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, একই পরিবারের দুইজনের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্বামী-স্ত্রীকে একসঙ্গেই দাফন করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন