Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নিলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় তারা আমরণ অনশন করার প্রস্তুতিও জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, ববি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বর্তমানে বিলুপ্ত) সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখা সংগঠক সাক্ষর।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ইউজিসি এবং মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। তারা আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ করার চেষ্টা করেনি। অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি। যেহেতু তারা শুনছে না, এক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। আমরা রাজপথেই বাস্তবায়ন করেই ঘরে ফিরবো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, “কর্তৃপক্ষ আমাদের আন্দোলনে কর্ণপাত করেনি। তারা হয়তো মনে করেছে আমরা থেমে যাবো। কিন্তু এই তিন দফা দাবি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দিবো।”

শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো:
* তিন মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির সকল কাজ শেষ করা।
* অতি স্বল্প সময়ের মধ্যে ১৫০ একর জমি বুঝিয়ে দেওয়া।
* পরিবহন সংস্কারের একটি রোডম্যাপ প্রকাশ করা।

উল্লেখ্য, গত প্রায় এক মাস ধরে শিক্ষার্থীরা এই তিন দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন