Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক আজ

গেজেট ডেস্ক

তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে দেশের পরিস্থিতি উদ্বেগজনক। একদিকে নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। অপরদিকে জুলাই সনদ ইস্যুতে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো পরস্পর মুখোমুখী। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে রোববার (আজ) বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো-বিএনপি, জামায়াত ও এনসিপি। তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে। এ সময় বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বিষয়ে সরকারের ভাবনার কথা জানতে চাইলে প্রেস সচিব বলেন, নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে। যথাসময়ে নির্বাচন হবে। আমরা শক্তভাবে বলছি, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তিই নির্বাচন থামাতে পারবে না।

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজন করার মতো পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখবেন, পরিস্থিতি খারাপ হয়েছে কিনা। আমরা কিন্তু পুলিশকে জানিয়েছি, তারা যেন নিয়মিত পরিসংখ্যান দেয়। আমরা মনে করি, সামনে নির্বাচন হওয়ার মতো যথেষ্ট পরিবেশ আছে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আজকের বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ। এ বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরে ঐক্যের আহ্বান জানাবেন। তাদের মধ্যে ঐক্য সম্ভব না হলে কী পরিস্থিতি হতে পারে তাও তুলে ধরবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন