গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেছেন, “যারা জনগণের কাছ থেকে চাঁদা তোলে, চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যা করে—তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।”
রোববার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটর শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “আমার গোপালগঞ্জকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ কথা বলা হয়। অথচ এ জেলার বহু ধর্মীয় ব্যক্তিত্ব, জ্ঞানী ও গুণী মানুষের জন্ম হয়েছে। যারা গোপালগঞ্জ নিয়ে কটূক্তি করে তারা জনগণের কাছে ক্ষমা না চাইলে এখানে রাজনীতি করতে পারবে না।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখায় ভোট চেয়ে মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, “যদি পীর সাহেব চরমোনাইকে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাতে পারি, তবে দেশে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।”
এর আগে জেলা শহরের মান্দারতলা এলাকার জেলা কার্যালয়ের সামনে থেকে মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহর প্রদক্ষিণ করে ঘোনাপাড়া হয়ে লঞ্চঘাট এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে শোভাযাত্রাটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
খুলনা গেজেট/এসএস