ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা উমর আলী (৮০), তার স্ত্রী নূরজাহান (৬০), বড় ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংকার আবুল হাশেম (৫০), এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড ইউ-টার্ন এলাকায় কাভার্ড ভ্যান উল্টে গেলে এর নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন ঘটনাস্থলেই নিহত হন।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে