আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আসামি থেকে রাজসাক্ষী হতে আবেদন করেছেন এসআই শেখ অবজালুল হক। বৃহস্পতিবার দুপুরে তিনি আবেদন করেন।
এর আগে জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় পাঁচ জনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো এবং ৪ আগস্ট একজনসহ ৭ জন হত্যা মামলার সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
গত ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন, বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে।
খুলনা গেজেট/এনএম