Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চাঁদাবাজ যে দলেরই হোক ছাড় পাচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গেজেট ডেস্ক

চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সরকার বদ্ধপরিকর উল্লেখ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজ যে দলেরই হোক আর যত প্রভাবশালীই হোক ছাড় পাচ্ছে না। সরকার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যেই দেশবাসী এটা দেখছে। সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এর আগে তার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠখ হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উপদেষ্টা বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দেশের তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত রাখতে আমরা মাদকের উৎস ধ্বংসের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি মাদক আমদানি কারক ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি।

আসন্ন জাতীয় নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাজাতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কাজ করছি। নির্বাচনকে টার্গেট করে আগামী মাস থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এতে নির্বাচনের সময় দায়িত্বপালনকারী সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

পুলিশে রদবদল ও পদায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, এটি রুটিন কার্যক্রম। আইনশৃঙ্খলার স্বার্থে এটি সব সময় হয়ে থাকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন