Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রোববার খুলছে না মাইলস্টোন, কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত সোমবার

গেজেট ডেস্ক

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত হবে সোমবার (২৮ জুলাই) বিকেলে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালু করব। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যেন দীর্ঘস্থায়ী না হয়, সেটিই আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর আমরা প্রথমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েছি। কারণ এমন এক ভয়াবহ ঘটনার পর শিক্ষার্থীদের মনে যে ভয়, আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে, তা সময় ও সহানুভূতির মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। আমরা অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করেছি এবং ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্যাম্পাসে পুনরায় স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস শুরুর তারিখ নিয়ে আমরা হুট করে কিছু ঘোষণা দিতে চাই না। রোববার থেকে ক্লাস শুরুর বিষয়ে আগে একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও, বাস্তব প্রস্তুতির পর্যাপ্ততা বিবেচনায় আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, সোমবার পরিস্থিতি ও প্রস্তুতি মূল্যায়ন করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরদিন থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা চরম আতঙ্কে পড়ে যায়। তাদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

এদিকে, দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক তথ্য দেওয়ার জন্য কলেজ চত্বরে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে প্রতিদিনের তথ্য হালনাগাদ করে জানানো হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন