শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

গেজেট ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় বিভিন্ন সূত্রে ৪ জন নিহত হওয়ার কথা বলা হলেও কোনোপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি।

স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হয়। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হরার কথা দাবি করা হলেও নিহতদের নাম-ঠিকানা কিংবা মৃত্যুর বিষয়টি কেউ নিশ্চিত করেনি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় লোকমুখে গোলাগুলির খবর পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা গুলিবিনিময় এবং ৪ জনের মৃত্যুর বিষয়টি গুজব বলে দাবি করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন