Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৬ দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

গেজেট ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা দশটা থেকে রাজধানীর দিয়াবাড়ি মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিমান বিধ্বস্তের ঘটনার কতজন নিহত হয়েছে তা সঠিক তথ্য দেয়া হচ্ছে না। অনেকের লাশ রাতে সরিয়ে নেয়া হয়েছে বলে তাদের আশঙ্কা। তাছাড়া কতজন আহত হয়েছেন তাদের সঠিক নাম ও তথ্য পাওয়া যাচ্ছে না। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ আচরণ করেছে বলেও বিক্ষোভকারীরা অভিযোগ করেছে।

এদিকে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে দিয়াবাড়ি মোড় এলাকায় বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি-

১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।

২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

এর আগে সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন