Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সমবেদনা

গেজেট ডেস্ক

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সংস্থা‌টি মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তী সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগদানের কথা জানিয়েছে।সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন এক বার্তায় এ সমবেদনা প্রকাশ করেছে।

বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

আমরা দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, বহু শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাতিসংঘ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এ দুঃখজনক দিনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

জাতিসংঘ মর্মান্তিক জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন