Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড : সাবেক এমপি-মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে

গেজেট ডেস্ক

জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তাসহ ৩৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাদের হাজির করা হয়।

এর আগে, ১৮ নভেম্বর নয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওইদিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে ১৩ জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেদিন আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে দুই মাসের সময় চাইলে আদালত এক মাস সময় দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাসহ নানা সহিংস কর্মকাণ্ডের অভিযোগে সাত জেলায় মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রভাবশালী সাবেক মন্ত্রী, এমপি, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন