Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

গেজেট ডেস্ক

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে তিন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৮ জুলাই) ভোরে শরীফপুর সীমান্ত থেকে হরিপুর গ্রামের ওই তিন যুবককে তারা ধরে নিয়ে যায় ভারতে।

শরীফপুর সীমান্তের সঞ্জবপুর এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে শরীফপুরে সীমান্তে হরিপুর গ্রামের সাইদুর রহমান (২৫), সোহাগ মিয়া (২৮) ও সিপার (২২) -কে বিএসএফ ধরে নিয়ে যায়।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ জানান, শরীফপুর সীমান্তে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্য পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফ- এর সাথে যোগাযোগ করা হচ্ছে। কেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার এখনও কোনো কারণ জানা যায়নি।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া আমার দেশকে জানান, এ বিষয়ে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা কোনো তথ্য পাইনি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, শরীফপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেয়া হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন